মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ২নং ভালাইন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানডুবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় চেয়ারম্যান সহ দুইজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনা চেয়ারম্যান বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায় মদনচক গ্রামের মৃত রামচন্দ্র প্রামাণিকের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্রকে পূর্ব শত্রুতার জের ধরে মিরাজ বাহিনীর প্রধান মিরাজ, আবুল কাশেম, বুলেট, বুলবুলসহ ১০/১২জন সন্ত্রাসীরা শ্যামলকে এলোপাথাড়ি মারপিট করতে থাকে। ঠিক ওই সময় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা একটি রাস্তা পরিদর্শনে যাচ্ছিলেন। হঠাৎ এমন নির্মমভাবে মারপিটের দৃশ্য দেখে শ্যামলকে উদ্ধারে এগিয়ে যান চেয়ারম্যান এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের উপর হামলা চালিয়ে রক্তাক্ত যখন করেন।
অপরদিকে মারপিটের ঘটনা অস্বীকার করে মিরাজ বাহিনীর প্রধান মিরাজ বলেন সকালে বানডুবি বাজারে চেয়ারম্যানের লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কি ঘটনা ঘটে। পরবর্তীতে চেয়ারম্যানের লোকজন রাস্তার গতিপথ রোধ করে আমার ছেলে কে মারপিট করে।
তবে আহত ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, জনগণের প্রতিনিধি হয়েও মিরাজ বাহিনীর কাছে নিরাপদ নয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দূষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানা তিনি।
এ ব্যাপারে মান্দা থানার (তদন্ত) কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, উভয় পক্ষেরই অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।