মোঃ রায়হান আলী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মাদক ওয়ারেন্ট মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার খাগড়া গ্রামের মৃত আকিমদ্দিনের ছেলে সাইদুর রহমান (৫০),বর্দ্দপুর দিঘির পাড় এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহিন আলম (২৩), দেলুয়াবাড়ী দক্ষিন পাড়া গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৩৫),খুদিয়াডাঙ্গা দিয়াপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে আব্দুল হাকিম (৪৫),আব্দুস সামাদ শাহের ছেলে শামিম ইসলাম (৩২), হোসেনপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মোফাজ্জল হোসেন (২৬), চৌবাড়িয়া নতুন হাট এলাকার রেজাউল করিমের ছেলে সাগর আলী (২৮) এবং রাজশাহী তানোর উপজেলার মালশিরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাজু মন্ডল (১৯)।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ শুক্রবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
২৬/০৮/২২ইং