আমজাদ হোসেন নওগাঁঃ
নওগাঁর মান্দায় বজ্রপাতে শামসুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭জুন) বিকেলে উপজেলার মান্দা সদর ইউপির ভোলাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামসুল ভোলাম গ্রামের ফাইমদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
জানা যায়, শুক্রবার বিকেলে শামসুল ইসলাম নিজ ধানিজমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা মাঠ থেকে লাশ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।