রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ

নড়িয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যাকান্ড

এস এম জীবন রায়হান, শরীয়তপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৩০ বার পঠিত

 

এস এম জীবন রায়হানশরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সাথী আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার লোনসিং এলাকায় নিজের বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাথি আক্তার ওই এলাকার শামীম দালালের স্ত্রী এবং ৮ মাস বয়সী এক সন্তানের জননী ছিলেন।

স্থানীয় এলাকাবাসীরা জানান, পাঁচ বছর আগে লোনসিং এলাকার শামীম দালালের সঙ্গে পারিবারিকভাবেই বিয়ে হয় একই উপজেলার দক্ষিন চাকধ এলাকার শাহ আলম মগদম এর কন্যা সাথী আক্তারের সঙ্গে। বিয়ের পর পরই সাথীর স্বামী শামীম দালাল দুবাই চলে যান। সাংসারিক জীবনে সাথীর সঙ্গে শাশুড়ি পিয়ারা বেগম ও ননদ বিউটি আক্তারের সঙ্গে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। বেশ কিছুদিন আগে শামীম দালাল দেশে আসলেও বিভিন্ন বিষয় নিয়ে স্বামী, শাশুড়ি ও ননদের সঙ্গে পারিবারিক অশান্তিতে ছিলেন ওই গৃহবধূ। সম্প্রতি তাদের মধ্যে ঝগড়া বিবাদের মধ্যেই গত সোমবার হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন সাথী ওই দিন শারীরিক অবস্থার অবনতি হলেও শশুর বাড়ির লোকজন তাকে হাসপাতাল নেয়নি। পরদিন সকালে তার মা মধুমালা বেগম এসে তাকে হাসপাতাল নিয়ে যান। চিকিৎসা শেষে আজ বুধবার দুপুরে স্বামীর বাড়িতে ফেরেন সাথী। কিন্তু পুনরায় শশুর বাড়ির লোকজনের সাথে বিবাদে জড়িয়ে পরেন। এরই মধ্যে বিকেলে বসত ঘরে গৃহবধুর গলায় ফাঁস দেয়ার খবর ছড়িয়ে পরে এলাকায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। কিন্তু পুলিশ পৌছানোর আগেই শশুর বাড়ির লোকজন লাশ নামিয়ে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের মা মধুমালা বেগম জানান, আমার মেয়েকে শশুর বাড়ির লোকজন শারীরিক ও মানষিক নির্যাতন করতো। কয়েকদিন ধরেই ও পেটে ব্যাথায় ভুগছিল। কিন্তু তাকে কেউ হাসপাতাল নেয়নি।  আমি গতকাল এসে ওরে হাসপাতাল নিয়ে যাই। আজ ডাক্তার দেখিয়ে দুপুরে শশুর বাড়িতে দিয়ে চলে আসি। কিন্তু বিকেলে হঠাৎ ওর মৃত্যুর খবর পাই। আমার মেয়েকে ওর স্বামী, শাশুড়ি আর ননদ মিলে হত্যা করেছে। আমরা হত্যা মামলা করবো। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

নিহতের শাশুড়ি পিয়ারা বেগম জানান, আমার পুত্রবধুর সাথে আমাদের তেমন কোন সমস্যা ছিলো না। ও মাঝে মাঝেই মন খারাপ করে দরজা আটকে রাখতো। আজও ঘরে গিয়ে দরজা আটকে দিয়েছে। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় দরজা ভেঙে ফেলি। দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গৃহবধুর ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু পুলিশ যাওয়ার আগেই পরিবারের লোকজন মরদেহ নামিয়ে ফেলেছিলো। আমরা মরদেহটি মেঝেতে পরা অবস্থায় পেয়েছি। সুরতহাল প্রতিবেদনসহ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।