এ,কে,এম,খোরশেদ আলম,নাটোর জেলা প্রতিনিধিঃ
অদ্য ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় সকাল হতে বিকেল পাঁচটা পর্যন্ত যথাযথ মর্যাদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন, বর্ণাড্য রেলি উপজেলা হতে মুক্তিযোদ্ধা কম্পেক্স হয়ে পার্টি অফিস হয়ে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় পাঠে গিয়ে শেষ হয়।
সেখানে অইন শৃংখলা বাহিনী ও উপজেলা সকল স্কুল/কলেজের ছাত্ররা কুচকাওয়াজএ অংশ নেন কুচকাওয়াজ শেষে বেলুন ফেষ্টুনি ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দেন।
বিভিন্ন ক্রিরা প্রতিযোগিতা উনষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বিকেল চার ঘটিকায় মুক্তিযোদ্ধা কম্পেক্স এর শুভ উদ্বোধন করেন।
সকল মুক্তিযোদ্ধা/বিরাঙ্গনা ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গণকে ফুলের শুভচ্ছা জানান। আলোচনা শেষে উপস্হিতি সকলের মাঝে উন্নত মানের ইফতার পার্সেল দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোজিনা আক্তার উপজেলা নিবাহী কমকর্তা, নলডাঙ্গা, নাটোর, শিরিন আক্তার প্যানেল চেয়ারম্যান-১, আবুল কালাম অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা নাটোর, আব্দুল আলিম ভাইস চেয়ারম্যান নলডাঙ্গা উপ-জেলা নাটোর, আব্দুস শুকুর সভাপতি আওয়ামীলীগ নলডাঙ্গা নাটোর, মুসাফিকুর রহমান মুকু সাধারণ সম্পাদক উপজেলা নলডাঙ্গা নাটোর, নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক, নাটোর, থানা প্রেস ক্লাবের সকল সাংবাদিক নলডাঙ্গা নাটোর, স্কাউট সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।