মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল,স্টাফ রিপোর্টার ঃঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হায়াতপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের বাক প্রতিবন্ধী পুত্র শাহ আলম (১৭) গতকাল বুধবার (২৬ এপ্রিল) নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। হাবাগুবা ছেলেটির উচ্ছতা ৫ ফুট ৮ইঞ্চি, গায়ের রং কালো। বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। নিখোঁজ হবার সময় তার পড়নে সাদা পাঞ্জাবী ও সাদা পায়জামা ছিল। ২দিন ধরে বিভিন্ন স্থানে তার পরিবারের পক্ষ থেকে অনেক খোজাঁখুজি করেও ছেলেটির কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। কেউ যদি ছেলেটির কোন সন্ধ্যান পেয়ে তাকেন ০১৯১৫-৭৮৮৩৮৩ (পিতা শফিকুল ইসলাম) অথবা ভাই পুলিশ সদস্য মোঃ জুলফিকার ০১৬৪৫-৯৮২৫৬৫) এই নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। উক্ত নিখোঁজের ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।