স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাও ইউনিয়নের আচারগাও সুনামখালী চর গ্রামের মৃত সাবেদ আলীর নিরীহ পুত্র মোঃ জমির উদ্দিন (৫৫) মঙ্গলবার প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছে। এলাকাবাসী ও গুরুতর আহত জমির উদ্দিনের অভিযোগ থেকে জানা যায়, আচারগাও সুনামখালী চর গ্ৰামের মৃত দামেস আলীর পুত্র মোঃ কাজল মিয়া সহ আরো কয়েক জন গত ২ বৎসর পূর্বে জমির উদ্দিনের প্রতিবেশী টুকেন মিয়ার একটি গাভীন গরু চুরি করিয়া নিয়া যায়। পরে জমির উদ্দিনসহ প্রতিবেশী টুকেন মিয়ার উক্ত চোরাই গরু উদ্ধার করে, সেই থেকে উক্ত বিষয়কে কেন্দ্র করিয়া গরু চোরাই চক্র জমির উদ্দিনের সাথে ইচ্ছাকৃত শত্রুতা চালাইয়া আসিতে থাকে। সেই শত্রুতার জের ২৫ শে এপ্রিল মঙ্গলবার সকাল ৮ ঘটিকার সময় পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ কাজল মিয়া, মিলন মিয়া,সজল মিয়া, বকুল মিয়া, মোশাররফ হোসেন গংরা দা, চাকু, ঠেডা ও লোহার রড নিয়ে নিরীহ ব্যক্তি জমির উদ্দিনের উপর অতর্কিতে হামলা করে। এতে জমির উদ্দিনের মাথা ফেটে যায়। এ সময় প্রতিপক্ষরা লোহার রড ও ঠেডা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করায়
জমির উদ্দিন রক্তাক্ত অবস্থায় মাঠিতে লুঠিয়ে পড়ে এলাকাবাসী আহত জমির উদ্দিনকে নান্দাইল হাসপাতালে নিয়ে ভর্তি করে ।
এ বিষয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এস, আই, পূ্র্ণ চিছাম মামলাটি তদন্ত করছে।