মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়নসিংহের নান্দাইল উপজেলার দুইশত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেছে শিক্ষার আলো স্টুডেন্টস এইড ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। দীর্ঘদিন যাবত উক্ত সংগঠনটি শিক্ষার মান উন্নয়নে তথা শিক্ষার্থীদের মেধা বিকাশে স্বেচ্ছায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বুধবার (২৬শে এপ্রিল) মুশুলী কলেজ হল রুমে শিক্ষার আলো স্টুডেন্টস’ এইড ফাউন্ডেশন উদ্যোগে মেরিট টেস্ট-২০২৩ এর পুরস্কার বিতরণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। উক্ত সংগঠনের সভাপতি মেহেরুন নেছার সভাপতিত্বে ও সংগঠনের ছাত্র উপদেষ্ঠা মোহাম্মদ রাব্বি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মুশুলী কলেজের অধ্যক্ষ মো. মইনুল হোসেন আরজু, বিশেষ অতিথি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, মুশুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ভূইয়া, মুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ভূইয়া, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজি, বসুন্ধরা সিমেন্টর আঞ্চলিক প্রতিনিধি রবিউল ইসলাম রবিন প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া উক্ত সংগঠনের কেন্দ্রীয় ছাত্র উপদেষ্টার পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহাম্মদ মাহমুদুল হাসান, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান ,শাদমান অপূর্ব শাকিল, উজ্জ্বল হাসান (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) এবং সারা বিশ্বের প্রভাবশালী ১০০ জন নারীর মধ্যে মধ্যে স্থান পাওয়া সানজিদা ইসলাম ছোঁয়া সহ আরো অনেকই। বক্তব্য শেষে নান্দাইল উপজেলা হতে ২০২০-২১ এবং ২০২১-২২ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে (পাবলিক/মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং) চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা ফটোসেশনে অংশ নেয়। উল্লেখ্য গত ১০ই মার্চ শিক্ষার আলোর স্টুডেন্টস এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে নান্দাইল উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৯৪১ জন শিক্ষার্থীর উপস্থিতিতে ৪টি ভ্যেনুতে উক্ত মেরিট টেস্ট পরীক্ষা-২০২৩ সম্পন্ন হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ সংগঠনের কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ সহ সাধুবাদ জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।