আল-হুদা মালী,শ্যামনগর থেকে:
সাতক্ষীরা শ্যামনগরের ইউএনও,র উদ্যোগে ইভটিজিং, মাদকমুক্ত সমাজ গড়তে এবং খেলাধুলার মাধ্যমে শক্তিশালী যুবসমাজ গঠন সহ নারী ফুটবল কে এগিয়ে নিতে ফুটবল বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ২ রা ফেব্রুয়ারী) শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর কার্যালয়ে ফুটবল বিতরণ করা হয়। শ্যামনগর ফুটবল একাডেমিকে ফুটবল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আকবর কবীর, শ্যামনগর ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ এমডি আক্তার হোসেন,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, গণমাধ্যমকর্মী শেখ নাজমুল হাসান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবির হুসাইন এবং কয়েকজন ক্ষুদে মহিলা ফুটবলার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন বলেন, ইভটিজিং, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। সমাজের বিত্তবান মানুষকে এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। শ্যামনগরের খেলাধুলার জগতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাব।