আলী আজীম, মোংলা (বাগেরহাট)
জনসাধারণের ভোগান্তি নিরসন এবং নিরাপদে মোংলা নদী পারাপার নিশ্চিতকরণের লক্ষ্যে মোংলা বন্দর মাঝিমাল্লা সংঘের কমিটির সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় মোংলা পোর্ট পৌরসভার মেয়র কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান’র শভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার ও মোংলা পোর্ট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, টুরিস্ট পুলিশ, মোংলা বন্দর মাঝিমাল্লা সংঘের কমিটির সদস্যবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২