আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার বর্ডার গার্ড বাংলাদেশ মালিকহীন অবস্থায় আঘাতকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। নীলডুমুর ১৭ ব্যাটালিয়ান বিজিবি ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এই মাদকদ্রব্য গুলো ধ্বংস করা হয়। মাদকের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান নিশ্চিতে (নীলডুমুর ১৭ বিজিবি)বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করতে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় সাতক্ষীরা নীলডুমুর (১৭ বিজিবি) ব্যাটালিয়ন সদরদপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ করেন। ১৭ বিজিবি বিভিন্ন ক্যাম্পের সদস্যরা মাদকগুলো বছরের বিভিন্ন সময়ে জব্দ করে।
সাতক্ষীরার এসজিপি, পিইঞ্জ, ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান, বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে মহাপরিচালক, বিজিবি এর নির্দেশনা মোতাবেক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর সৈনিকগণ মাদক চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর সদস্যগণ বিগত সেপ্টেম্বর ২০২০ হতে জুলাই ২০২৩ পর্যন্ত সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার মদ-২,০৭৪ বোতল, ফেন্সিডিল- ৯.৬২১ বোতল, ইয়াবা ট্যাবলেট- ৭২,৪৬৮ পিস, গাঁজা- ১২,৪০০ কেজি, বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট-১,০৪,০১২ পিস, বাংলা মদ-০২ লিটার, বিয়ার-০১ বোতল, তামাক- ০.১০০ কেজি, ভারতীয় পাতার বিড়ি-৬৫ ৭৬৯ প্যাকেট, ভারতীয় বিড়ির পাতা-১.৮ কেজি, ভারতীয় ব্লাক হুইসকি ০৬ প্যাকেট আটক করতে সক্ষম হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার, সাতক্ষীরা, মোঃ আমিনুর রহমান, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা, মোঃ তাজুল ইসলাম, শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ আসাদুজ্জামান, সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১, সাতক্ষীরা, চৌধুরী গোলাম হাসনায়েন, সহকারী পরিচালক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি),
শাহ্ খালেদ ইমাম, হিসাবরক্ষক, পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়, মোঃ আব্দুল ওয়াজেদ খান চৌধুরী, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দের উপস্থিতিতে ধ্বংস করা হয়।