বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
আগামী ১ নভেম্বর থেকে পঞ্চগড়ে শুরু হচ্ছে পলিথিনবিরোধী অভিযান। সরকারের নির্দেশনা অনুযায়ী পলিথিন পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের আয়োজনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় ব্যবসায়ী, শিল্পকারখানার প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেমকন লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান জেমজুটের এইচআর এডমিন হিমেল প্রামানিক, সিনিয়র সাংবাদিক ও বিটিভির জেলা প্রতিনিধি আমির খসরু লাভলু, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, পরিবেশ কর্মী নয়ন তানবিরুল বারিসহ আরও অনেকে।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, “পলিথিন আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এটি নির্মূলের লক্ষ্যে সরকার কাজ করছে। ১ নভেম্বর থেকে পলিথিনবিরোধী অভিযান শুরু হবে, এবং পলিথিন পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে।এসময় তিনি স্থানীয় উদ্যোক্তাদের পঞ্চগড়ে পাটের ব্যাগ আমদানি ও বিপণনে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া, পঞ্চগড়ের দুটি বেসরকারি পাটকল, জেমজুট ও সুপ্রীম জুটমিলকে পাটের ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণের জন্য সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন।
সভায় পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন বক্তারা।