শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গজারিয়ায় জাতীয়তাবাদী বিএনপি,র নেতাকর্মীদের মতবিনিময় সভা  হাটহাজারীতে আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত  রাউজানে ইসলামী নব জাগরণ সংগঠন এর অস্থায়ী কার্যলায় শুভ উদ্বোধন বোয়ালখালী থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ মায়ের দুর্নীতি অন্যায় অত্যাচার বিরুদ্ধে বিএনপি কঠোর রয়েছে. এসএম ফজলুর হক বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ মুছার জন্মদিন পালন করলো রাজগঞ্জ যুবদল সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃংখলা বজায় রাখতে  পঞ্চগড়ে মাদক বিরোধী আলোচনায় তওবা পাঠ করে ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ি চট্টগ্রাম আদালতে ৩৪৬ আইন কর্মকর্তা নিয়োগ চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন নিয়মিত চললে ও দোহাজারী রুটে বন্ধ কেন

পঞ্চগড়ে মাদক বিরোধী আলোচনায় তওবা পাঠ করে ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার পঠিত

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ

উত্তরের জেলা পঞ্চগড়ের এক মাদক ব্যবসায়ি যুবসমাজের আয়োজনে এক মাদক বিরোধী আলোচনায় তওবা পাঠ করে চিরতরে মাদক ব্যবসা বাদ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পৌর এলাকার রামের ডাঙ্গা এলাকার যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকেলে এই মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামের ডাঙ্গা সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় শত শত মানুষ অংশ নেন। অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট শীমা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, সহ সমন্নয়ক আতিকুজ্জামান আতিক, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, মাওলানা মুফতি ফোবায়েব আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেরা প্রতিনিধি সরকার হায়দার প্রমুখ। জমিয়তে ওলামায়ে ইসলামের সদর উপজেলার সভাপতি ফাহিম ফয়সালের অনুষ্ঠানটি সঞ্চালনায় এসময় সবার উদ্দেশ্যে মাদক বিরোধী স্লোগান উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান।

এসময় রামের ডাঙ্গা এলাকার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হকের ছেলে মাদক ব্যবসায়ী কাজী ওয়াদুদ রতন তওবা পাঠ করে মাদক ব্যবসা চিরতরে ছেড়ে দেয়ার ঘোষণা দেন। তওবা পাঠ করান মাওলানা আনিছুর রহমান আনিছ। রামের ডাঙ্গা এলাকায় মাদক বিরোধী কমিটি করার আহ্বান জানানোর পাশাপাশি জেলা প্রশাসক সাবেত আলী এসময় বলেন যারা মাদকের সঙ্গে আছেন, সেবন করছেন বা ব্যবসা করছেন তাদের সব তথ্য আমাদের কাছে আছে। এক মাসের মধ্যে এসব ছেড়ে দিন । না হলে দেয়ালে দেয়ালে আপনাদের ছবি টাঙ্গিয়ে দেয়া হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।