রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ

পঞ্চগড়ে শিশু কিশোরদের আাঁকা চিত্র প্রদর্শনী শুরু : দুই লাখ টাকায় সব ছবি কিনলেন এমপি

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

 

বদরুদ্দোজা প্রধানপঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে শুরু হয়েছে শিশু কিশোরদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হল রুমে তিন দিন ব্যাপি এই আয়োজনের উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঈঞা মুক্তা । পঞ্চগড় চারু সংসদের আয়োজনে চিত্র প্রদর্শনীর উদ্বোধনী বক্তৃতায় সংসদ সদস্য প্রদর্শিত সব ছবি কিনে নেন। এসময় তিনি বলেন আয়োজকরা প্রদর্শিত শিশু কিশোরদের আঁকা প্রত্যেক ছবির মুল্য একহাজার টাকা নির্ধারণ করেছেন। আমি সব ছবি কেনার জন্য এক লাখ টাকা দেবো। আর জেলা পরিষদ চেয়ারম্যান আয়োজক সংগঠনের জন্য দেবেন একলাখ টাকা। এই ছবিগুলো পরবর্তিতে স্কুল, মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শন করা হবে। জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ সংসদ সদস্যের আহ্বানে সাড়া দিয়ে ১ লাখ টাকা দেয়ার ঘোষণা দেন। পঞ্চগড় উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আক্তারুন্নাহার সাকি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া,ভূমিজ নাট্যদলের সভাপতি সরকার হায়দার, কেয়া টেকনিক্যাল চারুকলা ও শারিরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ্য রেজওয়ানুল ইসলাম শুভ, অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক হাসনুর রশিদ বাবু, আয়োজক সংগঠন চারু সংসদের আহ্বায়ক শহীদুল ইসলাম, চিত্র শিল্পী নুরুজ্জামান কায়সার এবং চিত্র শিল্পীদের অভিভাবক বৃন্দ। চিত্র প্রদর্শনীতে নানা রকম ছবি নিয়ে হাজির হয়েছে পঞ্চগড়ের শিশু কিশোররা। দর্শকদের ছবি দেখাতে দেখাতে ছবির থিমও বুঝিয়ে দিচ্ছে তারা। এমন একটি আয়োজনে ছবি নিয়ে অংশ নিতে পেরে খুশি তারা। এসময় তাদের হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়। প্রদর্শনীতে ১’শ ছবি প্রদর্শীত হচ্ছে। প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী চলবে। আগামী শনিবার প্রদর্শনী শেষ হবে।
আয়োজকরা বলছেন শিশু কিশোরদের ছবি চিত্রকলায় উৎসাহ দেয়ার জন্য এই আয়োজন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।