শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠন এর ইফতার বিতরণ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ  ‎ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের নলতায় কৃষকদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে পবিত্র কুরআনের সবক ও পুরস্কার বিতরণী । ‎ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর জেলা কমিটি অনুমোদন মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড

পঞ্চগড় চিনিকল পরিদর্শনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড়ঃ

অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, নির্যাতিত শ্রমিক, কৃষক ও ছাত্রদের আগে ব্যবস্থা করতে হবে। আমরা শহীদের রক্তের ঋণ শোধের লক্ষ্যে কাজ করছি। দেশের সব বন্ধ মিল-কারখানা চালুর জন্য ক্রমান্বয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার সন্ধ্যায় পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, গত চার বছরে বন্ধ মিল চালুর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু বর্তমান সরকার এই সংকট সমাধানে কাজ করছে। তবে আগামিকাল বা পরশুদিন মিল চালু হবে এমন প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। আমরা দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতায় এই কাজ সফল করতে পারব।

তিনি আরও বলেন, দুর্বৃত্তায়ন এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি। জনগণের আর্থিক উন্নতি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তা মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশার জন্ম দিয়েছে।

পরিদর্শনের সময় আদিলুর রহমান পঞ্চগড় সুগার মিলের কর্মকর্তা-কর্মচারী এবং আখ চাষীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন বৈদ্যুতিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

এ সফরে তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক সারজিস আলম, পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম।

এছাড়া পঞ্চগড় জজ কোর্টের সরকারি কৌশলি (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, গভমেন্ট প্রসিকিউটর আব্দুল বারি এবং স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শিল্প উপদেষ্টার এই সফর আখ চাষি ও মিলকর্মীদের মধ্যে আশার আলো জাগিয়েছে। সরকারের পক্ষ থেকে বন্ধ মিলগুলো চালুর উদ্যোগের অগ্রগতির বিষয়ে তিনি আস্থা প্রকাশ করেন এবং জনগণকে সহযোগিতার আহ্বান জানান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।