আকাশ সাহাঃ ফরিদপুর প্রতিনিধিঃ
পদ্মা সেতুতে নিরাপদে বাইক চলাচলের লক্ষে ফরিদপুরে পূজা মন্ডপে প্রার্থনা ও পূজার আয়োজন করা হয়েছে।
দক্ষিণ বঙ্গ বাইকার্সের আয়োজনে গতকাল মঙ্গলবার(৪ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লা এলাকার পূর্ব খাবাসপুর সার্বজনীন পূজা মন্ডপে এ প্রার্থনা ও পূজার আয়োজন করা হয়।
এ প্রার্থনা ও পূজার সময় দক্ষিণ বঙ্গ বাইকার্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সীমান্ত দাস, পার্থ সাহা, মৃদুল সাহা, অঙ্কন পাল, শুভ মন্ডল, সাম্য দে, শঙ্কর সাহা, পঙ্কজ সাহা, শাওন কর্মকার প্রমুখ।
আয়োজকরা জানায়, পূজা ও প্রার্থনার সময় দুর্গা মায়ের কাছে তারা প্রার্থনা করে যেন পদ্মা সেতুতে তারা নিরাপদ ও নির্বিঘ্নে বাইক চলাচল করতে পারে। দক্ষিণবঙ্গের বাইকারদের দীর্ঘদিনের স্বপ্ন এই পদ্মা সেতু তিয়ে বাইক চালানোর। গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ওই সেতু দিয়ে অন্যান্য যানবাহনের মত বাইক চলাচল শুরু হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই পদ্মা সেতুতে বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে বাইক চালকরা বাইক নিয়ে পদ্মা সেতু পার হতে পারছে না। এতে তাদের অত্যন্ত কষ্ট ও অসুবিধা হয়।
দক্ষিণ বঙ্গ বাইকার্সের সীমান্ত দাস বলেন, এই জন্য তারা দুর্গা মায়ের কাছে বিশেষ প্রার্থনা জানায়, যেনো মা যেন তাদের প্রতি সদায় কৃপায করে এবং তারা সবাই যেনো নিরাপদ ও নির্বিঘ্নে পদ্মা সেতু দিয়ে বাইক নিয়ে চলাচল করতে পারেন। এটি মায়ের কাছে তাদের আবেগ ও ভালোবাসার সংমিশ্রণ মা যেনো তাদের কৃপা করে।এ প্রার্থনা ও পূজা পরিচালনা করেন ওই মন্ডপের পূজারি ব্রাহ্মণ শংকর চক্রবর্ত্তী।