মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৫ এপ্রিল ২০২৩) সকালে গণভবনে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের জন্য গৃহীত ঋণ পরিশোধের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
প্রথমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ঋণ পরিশোধের প্রথম ও দ্বিতীয় কিস্তির চেক হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেকটি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফের হাতে তুলে দেন।
সরকারের একটি বিভাগ আরেকটি বিভাগের কাছ থেকে ঋণ নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে এবং পরবর্তীতে তা আবার ফেরত দেবে- এই নতুন ধারণা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিষ্কপ্রসূত। দেশের টাকায় দেশের উন্নয়ন- পদ্মা সেতুর সফল বাস্তবায়ন এই ধারণার উৎকৃষ্ট উদাহরণ।