শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদক।
আমাদের সমাজ আমরাই গড়ি,সুস্থ্য সমাজ নিমার্ণ করি”এই শ্লোগানকে সামনে রেখে-পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জ উপজেলার রায়পুর নিজেদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ১৬০ জন দুঃস্থ ও অসহায় গরীব মানুষদের মধ্যে ঈদ বস্ত্র শাড়ি ও লুঙ্গী বিতরন করা হয়েছে।সোমবার (৮ এপ্রিল) সকাল আটটা থেকে বিতরণ শুরু করা হয়।
রায়পুর নিজেদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী বাবলু হোসেন,প্রবাসী সাধারণ সম্পাদক মজনু মল্লিক,প্রবাসী সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ,প্রবাসী কোষাধক্ষ্য মাসুম বিল্লাহ প্রধান উপদেষ্টা হালিম সরদার।সহ দেশি বিদেসী আরো অনেকের সার্বিক সহযোগিতায় ঈদ উপহার বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন।সাইদুল, ফজলু,আল আমিন, ইয়াছিন,, রাসেল,হাবি, মতিউর,রাসেল আহমেদ সবুজ,খালিদ, সোহাগ , রিফাত,টুটুল রিদায়,নাইম,সম্মিলিত ভাবে পবিত্র ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পরে ঈদের নতুন শাড়ি,লুঙ্গি পেয়ে রায়পুর নিজেদেব পুর উন্নয়ন ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার হতদরিদ্র শত শত নারী-পুরুষ।