আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক :
পবিত্র রমজানে কোরআনের ১ মিলিয়ন কপি বিতরণ করবে সৌদি আরব সরকার।৭৬টি ভাষায় কোরআনের অর্থ অনুবাদ করা কপি বিনামূল্যে বিতরণ করা হবে।সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ এক ফরমানে এই অনুমোদন দেন।
গতকাল (৫ মার্চ) সৌদি গণমাধ্যমের বরাত জানানো হয় যে, পবিত্র কোরআনের এই কপিগুলো বিভিন্ন ধরনের হবে।কোরআনের কপিগুলো মদিনার কিং ফাহাদ কমপ্লেক্সে তৈরি করা হয়।সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় রমজানে ২২টি দেশের ইসলামিক দাওয়াহ সেন্টারের মাধ্যমে এই কোরআনের কপিগুলো বিতরণ করবেন।
সৌদি আরবের ইসলামি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কিং ফাহাদ কমপ্লেক্সের প্রধান ড. আব্দুল লতিফ আল শায়েখ জানান,সৌদি আরব বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেওয়ার লক্ষে সর্বক্ষণ কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতা হিসেবে উক্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় ২২টি দেশে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে পবিত্র কোরআন ও কোরআনের অনুবাদ করা কপিগুলো বিনামূল্যে সরবরাহ করবেন।