শাহিন বিশ্বাস, স্টাফ রিপোটারঃ
পাটকেলঘাটা বাজারের কালিবাড়ী রোডে গভীর রাতে
দুটি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৩২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্রে জানাগেছে, পাটকেলঘাটার কালিবাড়ী রোডে বিকাশ, নগদ এজেন্ট ও কম্পিউটার দোকান ব্যবসায়ী এজাজ খাঁন ও পাশের দোকান শ্যামল ঘোষের দোকানে গত রবিবার গভীর রাতে অগ্নিকান্ড শুরু হয়। রাতে বাজারের নৈশ প্রহরীরা ডিউটিতে থাকাকালীন দেখতে পেয়ে উক্ত ব্যবসায়ীদের সংবাদ দিলে দোকান মালিকরা সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেন। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এদিকে পাটকেলঘাটা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। আগুন নিয়ন্ত্রনে এলে দোকানের ভিতর প্রবেশ করে দেখা যায় মালামাল ও নগদ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুটি দোকান থেকে আনুমানিক ৩২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে। তারা আরও বলেন, হয়ত শত্রুতার জেরে কেও আগুন লাগিয়ে দিতে পারে।