রিপোর্টারঃ শিমুল হোসেনঃ
তোমার প্রশান্ত মহাসাগরের মতো
উত্তাল বুকে একবার মাথা রাখলে
প্রতিটি রোম কূপে দামামা
বেজে ওঠে সঙ্গম সুখের।
এক অলৌকিক অচেনা রঙের
আলোক-চ্ছটা মনের আঁধারে
নিয়ে আসে দিব্যালোক।
আদিম গোপন গুহায় বসন্তের
শিহরণ,
মুকুলিত শাখে মধুভারে জর্জরিত
কুসুম চায় মধুপ দংশন।
নটরাজ নৃত্যের অপেক্ষায় পয়োধরা
কম্পিত হয় মহা প্রলয়ের স্পন্দনে।
কস্তুরি সুবাস ছোটে
নাভিকমলের পরাগ রেণু মেখে,
শুধু একবার তোমার প্রশান্ত
মহাসাগর বক্ষে মাথা রেখে পূজা
আর প্রেমের সমন্বয়ে মুক্তির সোপান
খোঁজে বিধাতার কোমল সৃষ্টি
এক অমূল্য নারীজন্ম।।