মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় পুলিশ আয়শা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে,তার বিরুদ্ধে ‘ধর্ষণে সহযোগিতার’ অভিযোগ আনা হয়েছে। ওই নারীসহ তিনজনকে আসামি করা হয়েছে ওই মামলায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, আয়শা বেগমকে গ্রেফতার করে গতকাল সোমবার(০৬ জুন) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
মাদ্রাসা ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার সকালে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান ওসি বাদল।
মামলার অভিযোগে বলা হয়েছে, আয়শা বেগম বাড়িতে একা থাকায় রাতে ঘুমানোর জন্য প্রায়ই প্রতিবেশী ওই মাদ্রাসা ছাত্রীকে ডেকে নিয়ে যেতেন। গত ২৩ মে রাতে মাদ্রাসাছাত্রী ছাদে উঠলে সুপারিগাছ বেয়ে ছাদে ওঠে রিয়াজ খা (২২) নামে এক যুবক।রিয়াজ মাদ্রাসাছাত্রীকে ‘জোরপূর্বক ধর্ষণ’ করে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।