শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ

(প্রকাশিত সংবাদের প্রতিবাদে) গজারিয়ায় যুবদলের যুগ্ম সম্পাদক,মেসার্স মুন ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী মো:হেলাল উদ্দিন ভূঁইয়ার সংবাদ সম্মেলন

মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৫৪ বার পঠিত

 

মো রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক,মেসার্স মুন ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী মো:হেলাল উদ্দিন ভূঁইয়ার সংবাদ সম্মেলন।

আজ দুপুরে তেতৈতলা হাঁস পয়েন্ট সংলগ্ন তার বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হেলাল উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, পারিবারিকভাবে আমরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক। বিগত ১৭/১৮ বছর আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা অসংখ্যবার হামলা মামলা শিকার হয়েছি। আওয়ামী সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হয়ে দীর্ঘ ২২ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আমাদের তেলের পাম্প, ফ্লোটিং পাম্পের ব্যবসা আছে সেখান থেকে আমরা জীবিকা নির্বাহ করি। তবে গত ২০ আগস্ট দৈনিক আমার বার্তা পত্রিকায় ‘বৈধ পাম্পের আড়ালে চলে তেল চোরাচালান ব্যবসা’ শিরোনামে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। সেখানে বলা হয়েছে আমি চোরাই তেলের ব্যবসার সাথে জড়িত যা মিথ্যা। বলা হয়েছে অল্প দামে চোরাই তেল কিনে পাম্পে এনে তা বিক্রি করে অধিক পরিমাণ টাকা মুনাফা করি যা শতভাগ মিথ্যা। এই ঘটনার কিছুদিন আগে প্রতিবেদক আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেছিল আমি তা দিতে অস্বীকৃতি জানানোয় বানোয়াট এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রচার করে তিনি আমার মানহানি করার চেষ্টা করছেন। প্রতিবেদনে আমার যে বক্তব্য ছাপা হয়েছে সেটিও আমার নয়। তথ্য সন্ত্রাসের মাধ্যমে কাউকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করা কখনো একজন প্রকৃত সাংবাদিকের কাজ হতে পারে না। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই ও প্রতিবেদকের শাস্তি দাবি করছি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।