শিহাব হোসেন, মির্জাপুর টাংগাইলঃ
রোজ শুক্রবার ০৮/০৩/২৪ইং টাংগাইল-মির্জাপুর পৌরসভার ৪নং সওদাগরপাড়া আর্ন এন্ড লিভ এর পক্ষ থেকে প্রতিবন্ধী মিতুকে ঘর প্রদান কর্মসূচি সুচনা করা হয়। আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি আপার সার্বিক সহযোগিতায় কাজটি করা হচ্ছে। এ সময় আর্ন এন্ড লিভ স্বেচ্ছাসেবক এবং এলাকাবাসী উপস্থিতিতে কাজটি শুরু করা হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় প্রতিবন্ধী মিতুর নাজুক অবস্থার কথা। এসময় তারা বলে মিতু সহ তাদের বাড়িতে আরও
তিন জন প্রতিবন্ধী আছে তারা রোজগারের অক্ষম
বেশ কষ্টে তাদের জীবন যাপন চলে,থাকার ঘর বলতে জরাজীর্ণ টিনের ঘর ছিল একটি।ফরিদা ইয়াসমিন জেসি আপা এটি জানতে পেরে আর্ন এন্ড লিভ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মিতুকে নতুন ঘর করে দেয়া হচ্ছে।