মোহাম্মদ সোলাইমান, হাটহাজারী চট্টগ্রামঃ
চট্টগ্রামের হাটহাজারীতে প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
হাটহাজারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হান।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার ও হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (গোয়েন্দা) আমির হোসেন।
সমবায় অফিসার বিজয় কৃষ্ণ দেব নাথের সঞ্চালনায অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, ইউপি সদস্য, শিক্ষক, মসজিদের ইমাম, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ণ, ঘরে ঘরে বিদ্যুৎসহ প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।