আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদকঃ
সৌদিআরবে বসবাসরত প্রবাসী পুরুষদের সাথে বিবাহিত সৌদি নারীদের সন্তানরা সৌদি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে ।
জানা যায়,সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ একটি রাজকীয় ডিক্রি জারি করেছেন যে, সৌদি নারীদের সাথে প্রবাসী (অ-সৌদির) বিবাহিতের ফলে জন্ম নেওয়া ১৮ বছর বয়সের সন্তানদের জন্য সৌদির নাগরিকত্বের আবেদন করার অধিকার পাবে ।
তথ্যে জানা যায়,ডিক্রিটি সৌদি নাগরিকত্ব আইনের ৮ নং অনুচ্ছেদ সংশোধন করেছে।সংশোধনীতে বলা হয়েছে,”স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে প্রধানমন্ত্রীর নির্দেশে” আইনটি “স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের ভিত্তিতে”প্রতিস্থাপিত করা হয়।
সৌদি নাগরিকত্ব সৌদি পিতার মাধ্যমে জন্ম নেওয়া সন্তান স্বয়ংক্রিয়ভাবে সৌদি নাগরিকত্ব পায়।তবে সৌদি মা ও প্রবাসী পিতার সন্তানরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এতে কিছু শর্ত আরোপ করা হয়েছে, যদি তারা এই শর্ত গুলো পূরণ করে তবে তাদের জন্ম দেওয়া সন্তানেরা সৌদির নাগরিকত্ব নিয়ে সৌদিতে স্থায়ীভাবে বসবাস করতে পারবে।
শর্ত গুলোর মধ্যে অন্যতম হল সন্তানের ১৮ বছর বয়স হলে তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এবং তাদের আরবি ভাষাতে কথা বলতে সক্ষম হতে হবে এবং সবমসময় অন্যের সাথে ভাল আচরণ করতে হবে।