লেখক, আ হ জুবেদ, সাংবাদিক ও উপস্থাপক “বাংলাটিভি”
আত্মীয় স্বজনের অবর্ণনীয় মায়ামমতা ও ভালোবাসা ত্যাগ স্বীকার করে প্রতিদিন লক্ষ লক্ষ মায়ের অতি আদরের সন্তানেরা স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন।
কেন সীমাহীন কষ্টের এই অবর্ণনীয় ত্যাগ? কেনই বা প্রিয়জনকে অশ্রজলে ভাসিয়ে দিয়ে এই দূরদেশে যাত্রা?
বোধকরি, উত্তর খুব সহজ, নিজে স্বাবলম্বী হওয়া, গোটা পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা, সুখ স্বাচ্ছন্দ্যে ভবিষ্যৎ জীবন কাটানোর জন্য বাড়তি কিছু টাকাপয়সা উপার্জন করা।
কিন্তু অভাবী বাংলাদেশীর এই বিদেশ যাত্রা অনেকের জন্য’ই সীমাহীন কষ্টের, অবিরত কান্নার ও বছরের পর বছর অপেক্ষমাণ সবচেয়ে কাছের মানুষটির অধীর আগ্রহে অশ্রু ভেজা চোখে পথ চেয়ে থাকার।
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী স্বজনদের বিদায় জানাতে অনেক মানুষের ভিড়।
সেখানে পঞ্চাষোর্ধ এক বাবা বিদেশযাত্রী, ৭ কিংবা ৮ বছরের দুটি বাচ্চা এই বাবাকে বিদায় জানাতে এসে বিলাপ করে কাঁদছিল।
অনেক দূর থেকে আমার দৃষ্টিগোচর হয় এই দৃশ্য, কাছে গিয়েই জানতে পারলাম।
ছোট২ এই দুটি বাচ্চার বাবা তাদেরকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। আর সেজন্য তারা বিলাপ করে কাঁদছে।
এই পরিস্থিতিতে, কে আছে এমন যে, অনেক আদর করে শান্তনা দেবে এই শিশু গুলোকে, জানি হাজারো চেষ্টা করেও তাদের বাবাকে ফেরাতে পারবোনা, হয়তো একবার এই অবুঝ শিশু গুলোর কান্না মুছে দিতে আমি সক্ষম, কিন্তু বছরের পর বছর সীমাহীন কান্না মুছে দেবে কে?
লেখক,
আ হ জুবেদ
সাংবাদিক ও উপস্থাপক “বাংলাটিভি”