সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত জাগৃতি কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২০২৬ শপথ গ্রহণ ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

প্রেমের টানে পটুয়াখালীতে আসা সেই ইন্দোনেশিয়ান তরুণীর বিবাহ সম্পন্ন,থাকতে চান বাংলাদেশেই

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:

পটুয়াখালী বাউফলের ইমরান হোসেনের (২৫) প্রেমের টানে ৭ হাজার ৫৪ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন ইন্দোনেশিয়ার তরুণী নিকা উল ফিয়া (২৩)।দুজনের ভাষা ভিন্ন,আলাদা সংস্কৃতি।এত অমিল থাকা সত্ত্বেও ভালোবাসার টানে বিয়ে করেছেন তারা।আজ বৃহস্পতিবার (২ মার্চ) বাউফলে ইমরানের নিজ বাসায় চলছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

নিকি উল ফিয়া বাউফলে আসায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আশপাশের লোকজন ভিনদেশী বউ দেখতে ওই বাড়িতে ভিড় করছেন।স্বামী ইমরান স্ত্রীর কথা ভাষান্তর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন।এ সময় ইন্দোনেশিয়ার এই তরুণী বাংলাদেশেই থাকতে চান বলে জানান।

ইমরান হোসেন বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুর বাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন ও বিথী আকতারের বড় ছেলে।ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি।নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা।তারা বাবা ইউলিয়ানতো ও মায়ের নাম শ্রী আনি।

নিকি উল ফিয়া জানান,বাংলাদেশে এসে তার খুবই ভালো লাগছে।এ দেশের খাবার ও এখানকার সংস্কৃতি তার খুব পছন্দ হয়েছে।তার বাংলাদেশে স্থায়ী ভাবে বসবাসের ইচ্ছা আছে।

ইমরান হোসেন বলেন,খুবই ছোট পরিসরে বিয়ের আয়োজন করা হয়েছে।আমার নিজস্ব আত্মীয় স্বজনদের নিয়ে।বাড়িতে গতকাল থেকে অনেক মানুষ আসতেছে।

জানা যায়,২০১৬ সালে ফেসবুকে নিকির সঙ্গে পরিচয় হয় ইমরানের।প্রথমে বন্ধুত্ব হলেও,পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন।নিকির পরিবারের কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে এসে ইমরানের বাউফলের বাড়িতে যান নিকি।কিন্তু তার বয়স ২১ বছর না হওয়ায় তখন বিয়ে করতে পারেননি তারা।তাই দেশে ফিরে যান নিকি উল ফিয়া।

এরপর দীর্ঘ ৫ বছর পর গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন ওই তরুণী।ইমরান তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসেন। আইনি প্রক্রিয়া শেষ করে নিয়ে যান বাউফলে।বুধবার (১ মার্চ) রাত ৮টা সময় স্থানীয় কাজির উপস্থিতিতে ১০১ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেন ইমরান।আজ বিয়ের আনুষ্ঠিকতা চলছে।ইমরানের পরিবার ছোট পরিসরে বিয়ের আয়োজন করলেও বাড়ি উৎসুক জনতায় কানায় কানায় পরিপূর্ণ।

ইমরানের বন্ধু মাছুম বিল্লাহ বলেন,গতকাল‌ বিকেলে ইমরানের বাড়িতে আসছি।আজ বিয়ের আনুষ্ঠানিকতা চলছে,চারদিক থেকে মানুষজন আসতেছে নতুন বউকে দেখার জন্য।

খাজুর বাড়িয়া গ্রামের বাসিন্দা ফিরোজ বিশ্বাস বলেন, ভিনদেশী বউ দেখতে আসছি।নতুন বউ দেখতে তো সবাই আসে।এই বউ তো আবার ইন্দোনেশিয়া থেকে আসছে।তারা সুখী হোক এই কামনা করি।

দাশপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন বলেন,গতকাল রাতে তারা ১০১ টাকা দেনমোহরে বিয়ের কাজ সম্পন্ন করেন।স্বাভাবিক ভাবে দূর-দূরান্তের মানুষ নতুন বউ দেখতে আসবে যেহেতু সে ইন্দোনেশিয়া থেকে এসেছে।আমি তাদের দুজনের জন্য অনেক দোয়া করি|

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।