মধ্যনগর ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর রবিবারে ডাকাতির ঘটনার ৩ ডাকাত সদস্য আটকের পর শনিবার মধ্যনগর থানা পুলিশের অভিযানে আরো ১ জন ডাকাত গ্রেফতার হয়েছে। কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের গোজাকুলিয়া গ্রামের মৃত মন্টু সাহার ছেলে, মনোহারী ব্যবসায়ী মিল্টন সাহা(৪৮) এর পন্যবাহী নৌকায় ডাকাতরা গত রবিবার সকাল সাড়ে ৮ ঘটিকার সময় ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ সুত্রে জানা যায়, মধ্যনগর থানাধীন দরাপপুর নওয়াগাঁও সাকিনের পূর্ব পাশে গুরমার বেরিবাধের পাশে বৌলাই নদীতে আটক করে, ব্যবসায়ী মিল্টন সাহার মালামাল বিক্রির নগদ ২ লাখ ৯১ হাজার ২ শত টাকা ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে মধনগর থানার মামলা নং – ০৩ তারিখ -০৭/০৫/২০২৩ ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড রুজু করা হয়। অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক নাজমুল সঙ্গীয় ফোর্স পুলিশ নিয়ে ঘটনা স্থল থেকে তাহিরপুর থানার সোলেমানপুর একই গ্রামের ৩ ডাকাতকে আটক করেন। এরা হলো এমরান মিয়া(৪০) পিতা-ফজলুল হক, মোঃ সোহরাব মিয়া(২৪) পিতা-শওকত মিয়া, মুহিবুর (৫০) পিতা- মৃত: তাহির আলী, এদের গ্রেফতার করে ইতিপূর্বে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। অফিসার ইনচার্জ সহ মধ্যনগর থানা এর নেতৃত্বে তাহিরপুর থানা এলাকা হতে বর্নিত মামলার এজাহার অনুযায়ী পলাতক ডাকাত নেহের জামালের ছেলে ইমন (২২) কে শনিবার দুপুরে গ্রেফতার করেছে।
এম এ মান্নান,
মধ্যনগর,সুনামগঞ্জ
০১৭৭১৯২১৬৫২