ফকিরহাট প্রতিনিধি :
ফকিরহাট উপজেলাকে স্মার্ট বিনির্মাণ ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে জনসম্পৃক্ত কার্যকর ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে উৎসবমূখর পরিবেশে ও নানা আয়োজনে ৯ম বেতাগা দিবস-২০২২ পালিত হয়েছে।
বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় ফিতা কেটে এবং
বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও স্থানীয় সরকার, পল্লী
উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মলয়
চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাট উপ-পরিচালক মো. শাহিনুজ্জামান, খুলনা বিভাগের ইউনিসেফ, ফিল্ড অফিসের চীফ মো. কাওসার হোসাইন, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন প্রমূখ।
নবম বেতাগা দিবস পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মো. নাজমুল হুদা। অনুষ্ঠানে অাধুনিক বেতাগার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান, উচ্চ শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান, কন্যাবর্তিকা কর্মসূচির শিক্ষা সহায়তা হিসেবে সেলাই মেশিন ও বাইসাইকেল প্রদান এবং প্রতিবন্ধীদের বিভিন্ন উপকরণ বিতরণও করা হয়।