নিজস্ব প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা প্রশাসন ও ফকিরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় ফকিরহাট উপজেলার সামনে সর্বস্তরের জনতার অংশগ্রহণে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু স্বপন দাস। এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। ফকিরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মল্লিক আব্দুস সাত্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সৈয়দা আনোয়ারা হোসেন সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।i