শেখ রিয়াদ হোসেন,বাগেরহাটঃ
ফকিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ পালিত হয়েছে। ০৯ ডিসেম্বর শুক্রবার ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অমিত রায় চৌধুরী, ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ছিলেন তহুরা খানম, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান, শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন শ্রেষ্ঠ জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জয়ীতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নের্তৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।