মেহেদি হাসান নয়ন,বাগেরহাট থেকে:-
বাগেরহাটের ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে দীর্ঘ দিন অযন্তে অবহেলায় পড়ে ছিল বিদ্যালয়ের চারপাশ নোংরা ময়লা-আবর্জনায় দূরগন্ধে পরিবেশের ভাব মূর্তি নষ্ট হচ্ছিল বিষয়টি ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি গোচর হলে তাৎক্ষণিক কমিটির লোকদের নিয়ে সরোজমিনে পরিদর্শন করে গত ইংরেজি ১১(নভেম্বর)সোমবার দুপুরে নির্দেশনা প্রদান করেন ময়লা আবর্জনা পরিস্কার করে ফুলের বাগান করার নির্দেশনা মোতাবেক অতি দ্রুত সময়ের ভিতর ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে ফুলের বাগান করা হয়। ফুলের বাগানটি করার ফলে একদিকে যেমন স্কুলটির একটি নান্দনিক পরিবেশ ফুটে উঠেছে অন্যদিকে কোমলমতি শিশুরাও ফিরে পেয়েছে তাদের চিরচেনা সেই স্কুল।
উপজেলা নির্বাহী অফিসারের এমন সুন্দর পদক্ষেপের কারণে সন্তুষ্ট প্রকাশ করেছেন ফকিরহাটবাসী।