ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার ফকিরহাটে চার দলীয় ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মংগলবার বেলা ২ঘটিকার সময় উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিস বাগেরহাট এর আয়োজনে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মিজানুর রহমান।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ আলীমুজ্জামান, জেলা ক্রীড়া অফিসের ট্রেজারার সৈয়দ আলতাফ হোসেন টিপু, ক্রীড়ানুরাগী শেখ ইবারাত প্রমুখ।
আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুলঘর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বনফুল মাধ্যমিক বিদ্যালয় ও অগ্রনী ক্লাব ফকিরহাট সমন্বয়ে আয়োজিত ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় অগ্রণী ক্লাব ফকিরহাট। জাহিদুল ইসলাম টুকুর পরিচালনায় ওই প্রতিযোগিতায় রানার্সআপ হয় বনফুল মাধ্যমিক বিদ্যালয়।