শেখ রিয়াদ হোসেন,বাগেরহাটঃ
ফকিরহাটে ১০ ডিসেম্বর সন্ধ্যায় রুপা (২২) নামের এক অন্তঃস্বত্বা মহিলার উপর অমানবিক নির্যাতন হয়েছে। ঘটনার বিবরণে জানা যায় রুপা বেগম, স্বামী লিটন মোল্যা ফকিরহাটের আট্টাকী গ্রামে রেলষ্টেশনের আমতলায় নাজমার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছে দীর্ঘদিন যাবত। মেয়ের বাবার বাড়ি যশোর এবং ছেলের বাড়ি নড়াইল। ফকিরহাট বাজারে পিলার কারখানায় কাজ করার সুবাদে তারা এখানে ভাড়া থাকে। শনিবার সন্ধ্যায় মিরাজ নামের বখাটের নেতৃত্বে চার পাচ জন যুবক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলাকে বেদম মারপিট করে। মহিলা বলতে থাকে আমি অন্তস্বত্তা, তারপরও তাকে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে ফেলে রেখে চলে যায়। পরে তার স্বামী এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় ফকিরহাট হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার ওসি মুঃ আলিমুজ্জামান এ প্রতিবেদককে জানান, আমি বিষয়টি সম্পর্কে আপনার মাধ্যমে অবহিত হলাম, সুষ্ঠ তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।