আসাদুজ্জামান আসাদ,ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার ফকিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ ডিসেম্বর সকাল এগারোটায় ফকিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফকিরহাট আয়োজিত অনুষ্ঠানে পাঁচ জয়িতাকে পুরস্কৃত করা হয়। এর আগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন এর সঞ্চালনায় এবং ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, স্বাস্থ্য কর্মকর্তা শাহ মোঃ মুহিবুল্লাহ, অধ্যক্ষ বটু গোপাল দাস, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগন, সাংবাদিক, আমন্ত্রিত অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,
বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বেগম রোকেয়ার জীবনাদর্শ ও নারী শিক্ষার প্রসারে তার অবদান আমাদের নারী সমাজের অগ্রযাত্রায় এক অন্তহীন প্রেরণার উৎস হয়ে থাকবে।