মুন্নি আক্তার, নিজস্ব প্রতিবেদকঃ
ফটিকছড়িতে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তত্তরী ত্রিপুরা (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৫ জন।
গুরুতর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ফটিকছড়ি-হেঁয়াকো সড়কের দাঁতমারা পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফটিকছড়ির হারুয়ালছড়িতে একটি বিবাহ অনুষ্ঠান শেষ করে হতাহতরা জোরারগঞ্জ থানার সাবেনের খিল এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিল। দাঁতমারা পুলিশ ফাঁড়ির সামনে গেলে বিপরীত দিক থেকে আসা বাসটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তত্তরি ত্রিপুরা নামে অটোরিকশা চালক ঘটনাস্থলে নিহত হন। তিনি মীরসরাই উপজেলার করের হাট ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।