আব্দুল্লাহ আল মামুন, নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে গরু জবাই করে মাংস নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং একদল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ উঠৈছে।
তথ্যে জানা যায়, গতকাল (২০/০৭/২০২৩)রাতে একদল দুষ্কৃতিকারীরা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বিরামপুর বাজার,লড়াই চর গ্রামের আবু তাহের,পিতা আককান আলী তপাদার এর গৃহপালিত পশু গরু চুরি করে পাশেই অমানবিক ভাবে জবাই করে মাংস নিয়ে গরুটির বাকী অংশ ফেলে রেখে চলে যায়।
ভুক্তভোগী আবু তাহের জানান, প্রতিদিনের ন্যায় আমি আমার গরুটিকে খাবার দিয়ে গোয়াল ঘরের দরজা বন্ধ করে দেই এবং আমি আমার ঘরে গিয়ে ঘুমাতে যাই, ফজরের নামাজ পড়তে উঠে গোয়াল ঘরের নিকট গিয়ে দেখি দরজা খোলা এবং আমার আদরের গরুটি নেই, পাশে একটু খুঁজতে গিয়ে দেখি আমার গরুটিকে কে বা কাহারা জবাই করে মাংস নিয়ে দেহের বাকী অংশ গুলো ফেলে রেখে গিয়েছে। এবিষয়ে আমি আজ ফরিদগঞ্জ থানায় সাধারণ ডাইরি করতে গেলে দায়িত্বত পুলিশ কর্মকর্তারা তা গ্রহন করেননি,তারা বলছে সরাসরি অভিযোগ দাখিল করতে, যেহেতু আমি সঠিক জানি না কে বা কাহারা এই ঘটনাটি ঘটিয়েছে তাই আমি নিদিষ্ট করে তো কারো নামে অভিযোগ করতে পারি না।
এবিষয়ে থানায় অভিযোগ করলে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া যায়।