সুদর্শন চক্রবর্তী, ফরিদপুর প্রতিবেদকঃ
“এসো গীতা শিক্ষা নিতে, ফিরে যাবে সেবা দিতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে এই সর্বপ্রথম শ্রীধাম শ্রীঅঙ্গনে গীতা শিক্ষা কেন্দ্রের আয়োজনে গীতা সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়।
শ্রীধাম শ্রীঅঙ্গেনে (১৭ মার্চ) রবিবার সকাল ৮.৩০ মিনিটে বিভিন্ন জেলা হতে ছুটে আসেন অসংখ্য গীতা প্রেমী ভক্তবৃন্দরা। এছাড়া উৎসবে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্ডিত ও পুরোহিতরা। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় শিক্ষা ও প্রচারের জন্যই এই আয়োজন করা হয়েছে। ২০১৭ সাল থেকে শুরু হয় গীতা পাঠের আয়োজন। ৮ম বছরে এবার সহস্র কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হলো।
এ সময় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি আচার্য্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজ।
মহানাম সম্প্রদায়ের সদস্য মৃনাল বন্ধু, শ্রীঅঙ্গনের সম্পাদক ড. নিকুন্জত বন্ধু ব্রহ্মচারী, আমরাই হব কালের খেয়া ২০১০ এর বিকাশ কুমার পাল, মহানাম সম্প্রদায়ের সদস্য শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ শৃঙ্খাগ শেখর ব্রহ্মচারী, বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার কেন্দ্রের সভাপতি ধ্রুব চৈতন্য মহারাজ, মহানাম সম্প্রদায়ের প্রধান সেবাইত শ্রীমৎ মানস বন্ধু ব্রহ্মচারী, পরাশর বন্ধু ব্রহ্মচারী, শ্রীমৎ শূনাল বন্ধু ব্রহ্মচারী, রমেন্দ্র নাথ মুখার্জি, শ্রীঅঙ্গনের গীতা শিক্ষক জয় বিশ্বাস সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন শ্রীমৎ বন্ধুকিশোর ব্রহ্মচারী।
উল্লেখ্য আলোচকবৃন্দের বক্তব্যে সহস্র কণ্ঠে গীতা পাঠ এই প্রথম বৃহত্তর ফরিদপুরে দেশ ও বিদেশে উচ্চশিক্ষার পাশাপাশি ভাগবত পাঠের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং উচ্চশিক্ষার পাশাপাশি স্বীকৃতস্বরূপ যেন বিদেশ থেকে সম্মাননা স্মারক আনতে পারে এ বিষয়ে জ্ঞানলাভ ও উৎসাহ প্রদান করেন।