নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর:
বুধবার (১৫ মার্চ) ফরিদপুর জেলায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে ৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়।
এবারের বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ফরিদপুর জেলা হতে ১৬২ জনের মধ্যে ৬২ জন পুরুষ ও ১১ জন নারী প্রার্থীকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ফরিদপুর জেলার পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন মোঃ শাহজাহান (পিপিএম)। এ সময় নিয়োগ বোর্ডের সভাপতি অংশগ্রহণকারী সকল কৃতকার্য প্রার্থীদেরকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে কৃতকার্য সকল প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন ফি বাবদ নেওয়া ১২০/- টাকা ফেরত প্রদান করেন।
উল্লেখ্য, ‘চাকরি নয়, সেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ফরিদপুর পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে উক্ত পরীক্ষায় সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।