সুদর্শন চক্রবর্তী, ফরিদপুর প্রতিবেদকঃ
ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে কানাইপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে মাগুরার উদ্দেশে যাচ্ছিল এমন সময় পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু এবং ৪ জন আহতের খবর পাওয়া যায়। জানা গেছে, আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।