আকাশ সাহাঃ ফরিদপুর প্রতিনিধিঃ
ইয়ামাহার ৬৮ তম জন্মদিন উপলক্ষে “গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ” – এ স্লোগানে সামনে রেখে ইয়ামাহা রাইডারস্ ক্লাব ফরিদপুরের উদ্যোগে আজ শনিবার (১ জুলাই) বিকেলে ফরিদপুরের বিভিন্ন স্থানে সড়কের পাশ দিয়ে ৬৮ টি গাছের চারা রোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডারস ক্লাব ফরিদপুরের এডমিন সোহান মিয়া, মডারেটর বিল্লাল হোসেন, মডারেটর এনামুল মোড়াল, মডারেটর আতিক ফয়সাল, সিনিয়র মেম্বার তোয়াব ইসলাম, সৈনিক হোসাইন,সাইমুন ইসলাম অয়ন, বেলাল হোসেন, আল নাহিয়ান তুর্য, মহাসিন প্রত্যয়,আকাশ সাহা,লেডি বাইকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সার্বিক তত্তাবধানে ছিলেন ইয়ামাহার ফরিদপুর জোনের সিনিয়র মার্কেটিং অফিসার আশিকুল ইসলাম ইমন এবং জান্নাত মটরস ফরিদপুর ।
এসময় গ্রুপের এডমিন সোহান মিয়া বলেন,মানুষের পরম বন্ধু গাছ। ইয়ামাহার বাইকগুলো যেমন ইকো ফ্রেন্ডলি, আমরা বাইকাররাও তেমনি পরিবেশ রক্ষায় সচেতন তাই আজকে ইয়ামাহার এই ৬৮ তম জন্মদিন উপলক্ষে আমাদের এই উদ্যোগ। ইয়ামাহার এই ৬৮ বছরের সফলতার সাথে পথচলায় ইয়ামাহাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন।