আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
আগামী ২৭ মে বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্যজীবীলীগের আয়োজনে শুক্রবার (১৯ মে) বিকালে উপজেলার শশা শারমিন ভিলার আঙ্গিনায় এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আব্দুস সোবহানের সহধর্মিনী শারমিন আক্তার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব ফরিদ আহম্মেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগরকান্দা পৌর মৎস্যজীবীলীগের আহবায়ক আক্রামুজ্জামান টিটো, যুবলীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, কাজী সুমন, ছাত্রলীগ নেতা কাজী আনিসুর রহমান তানভীরসহ জেলার সকল উপজেলার মৎস্যজীবিলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠিানটি সঞ্চালনা করেন, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ন-সচিব তালুকদার মিজান মতবিনিময় সভায় বক্তরা বলেন, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ কাজী আব্দুস সোবহান ভাইয়ের নেতৃত্বে আজ সাংগঠনিকভাবে শক্তিশালি সংগঠন। আমরা মুজিব আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে সামনে এগিয়ে যাব। এসময় বক্তরা বর্তমান আহ্বায়ক কাজী আব্দুস সোবহান কে সভাপতি ও সদস্য সচিব ফরিদ আহম্মদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করার দাবি জানান। সদস্য সচিব ফরিদ আহম্মেদ সকল উপজেলার নেতা কর্মীদেরকে আগামী ২৭ মে ফরিপুরের কবি জসীমউদ্দিন হলে জেলা মৎস্য জীবিলীগের ত্রি- বার্ষিক সম্মেল সফল করার লক্ষে সম্মেলনে যোগদান করার জন্য আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান বলেন, আমি মুজিব আদর্শে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি। বর্তমানে আপনাদের সহযোগিতায় ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ শক্তিশালি সংগঠন। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড। নারীর টানে আমি আপনাদের সাথে থাকি আমার ভাল লাগে।
তিনি আরও বলেন, আগামী ২৭শে মে আমাদের প্রাণের সংগঠন জেলা মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে হবে। আপনারা সকলে যথা সময়ে সম্মেলন স্থলে উপস্থিত হবে। সালথা-নগরকান্দার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। আমাকে যারা ভালবাসেন তারা প্রতিহিংসা থেকে দুরে থাকবেন। আসুন আমরা সবাই ফরিদপুর-২ আসন আরও সুন্দর করে সাজাই।