আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক ও সাধারন সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফকে মোটর শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানানো হয়েছে।সোমবার দুপুরে ফরিদপুর- ২ আসনের উপ নির্বাচনে সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিবীদ ও কবি শাহদাব আকবর চৌধুরী লাবুর নির্বাচনী জনসভায় যোগদানের উদ্দেশ্যে ফরিদপুর থেকে সালথায় আসার সময় সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও আটঘর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো: শহীদুল হাসান খান সোহাগের নেতৃত্বে ৪ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহন করে।
এসময় মো: শহীদুল হাসান খান সোহাগ বলেন, ফরিদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শামিম হক ও সাধারন সম্পাদক শাহ মোহাম্মাদ ইশতিয়াক আরিফের সালথায় আগমন উপলক্ষে আমি ৪ শতাধিক মোটর সাইকেল নিয়ে তাদের স্বাগত জানাতে ফরিদপুর সদর উপজেলার বদরপুর থেকে তাদের স্বাগত জানিয়ে সালথায় নিয়ে আসি।