আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে সালথা ৫নং ওয়ার্ডে সদস্য পদে নূর মোহাম্মদ হোসেন (তোতা মিয়া) বিজয়ী হয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ওয়ার্ডটিতে মোট ১০৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৩জন ভোটার জেল হাজতে থাকায় ১০৪ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নূর মোহাম্মদ তোতা মিয়া (ঘুড়ি) প্রতীকে ৪৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বিরা মোঃ বাদল মাতুব্বর (অটোরিক্সা) প্রতীকে ৩৮ভোট, আজিজুর রহমান লিটন (হাতি) প্রতীকে ১২ ভোট, সুজন ফকির (তালা) প্রতীকে ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নিরাপত্তার দায়িত্বে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ও আনসার বাহিনীর সদস্য। এই ভোট ইভিএমে অনুষ্ঠিত হয়েছে।