আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের (সালথা-নগরকান্দা, হাটকৃষ্ণপুর) সৈয়দা সাজেদা চৌধুরীর শূন্য আসন (ফরিদপুর- ২) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়ামীলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলো সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতির কার্যালয় ধানমন্ডি ৩/এ থেকে শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর একান্ত সচিব শফিউদ্দিন শফি।
জানাযায়, মায়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য ও নিরীহ সাধারণ মানুষের কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তিান কখনও পক্ষপাতিত্ব করেন না। তার কারনে সালথায় আগের মতো সংঘর্ষ মারামারীর ঘটনা ঘটে না। সাবইকে এক সাথে নিয়ে চলতে পছন্দ করেন তিনি। লাবু চৌধুরী ৩ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য সালথা-নগরকান্দায় তৃণমূল পর্যায়ে কাজ করছেন।
ফরিদপুর-২ আসনের (নগরকান্দা, সালথা, কৃষ্ণপুর) উপ-নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।