শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ পঞ্চগড়ে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে এক মাসের আল্টিমেটাম শীতের শুরুতেই ব্যস্ততা বেড়েছে চারঘাটের লেপ-তোষক কারিগরদের বোয়ালখালীতে তেল চুরি ৩ জন আটক

ফরিদপুর- ২ আসনের জনগণের শান্তি নিশ্চিত করা আমার লক্ষ্য, এমপি লাবু চৌধুরী

আকাশ সাহাঃ (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

 

 

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী এমপি বলেছেন, ফরিদপুর-২ আসনের জনগণের শান্তি নিশ্চিন্ত করাই আমার লক্ষ।এলাকায় শান্তি প্রতিষ্ঠা করাই আমার প্রথম কাজ। এই এলাকায় আমার মা প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘ ৪০বছর আপনাদের সেবা করেছেন। আমিও আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাচ্ছি। এই এলাকা আপনাদের সাথে নিয়ে কাইজা-দাঙ্গা মুক্ত করবো ইনশাআল্লাহ। এখানে কোন মাদক কারবারী সন্ত্রাসীদের জায়গা হবে না।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশে কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনার হাত ধরেই দেশ আজ উন্নয়নের রোল মডেল।একমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নতি হয়। তাই দেশের উন্নয়নে সবাইকে শেখ হাসিনার পাশে থেকে সহযোগিতার করার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার,।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফায়েজুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, ইউপি চেয়ারম্যান খন্দকার শাহিন, হাবিবুর রহমান লাভলু,খায়রুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বাচ্চু মাতুব্বার, হালিম মিয়া, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি মনির মোল্যা, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।