বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত জাগৃতি কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২০২৬ শপথ গ্রহণ ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

ফরিদপুর-২ আসন উপনির্বাচন মনোনয়ন পত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ জামাল হো‌সেন মিয়া

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩২৮ বার পঠিত

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতি‌নি‌ধি: 

আসন্ন ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদে সতন্ত্র প্রার্থী হি‌সে‌বে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলা‌দেশ আওয়ামীলী‌গের তথ‌্য ও গ‌বেষণা বিষয়ক উপ ক‌মি‌টির সদস‌্য এবং বসুন্ধরা গ্রু‌পের নির্বাহী প‌রিচালক ও শেখ রা‌সেল ক্রীড়া চ‌ক্রের প‌রিচালক এ‌্যাডঃ জামাল হো‌সেন মিয়া। সোমবার (১০ অ‌ক্টোবর) দুপুরে সালথা উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার ও সহকারী রিটা‌র্নিং অ‌ফিসার মোঃ তেলা‌য়েত হো‌সেনের কাছে মনোনয়ন পত্র জমা ‌দেন তিনি।

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলা নির্বাচন অ‌ফি‌সে এ‌্যাডঃ জামাল হো‌সেন মিয়া ম‌নোনয়নপত্র জমা দি‌বেন এমন খব‌রে সালথা উপ‌জেলা প‌রিষদ চত্ত্বর ও আশপা‌শের এলাকায় সকাল থে‌কে তার কর্মী সমর্থকরা এ‌সে জ‌ড়ো হতে থা‌কে। জন সমা‌বেশ একসময় জনসমু‌দ্রে প‌রিনত হয়। বিশাল গা‌ড়ি বহর নি‌য়ে জনসমু‌দ্রের মাঝ দি‌য়ে এ‌্যাডঃ জামাল হো‌সেন মিয়া ম‌নোনয়ন পত্র জমা দেন।

Exif_JPEG_420

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মোঃ ও‌হিদুজ্জামান, রামকান্তপুর ইউ‌পি চেয়ারম‌্যান মোঃ ইশ‌ারত হো‌সেন, সা‌বেক চেয়ারম‌্যান আশরাফরআলী লিটু, গ‌ট্টি ইউপির সা‌বেক চেয়ারম‌্যান খন্দকার রেজাউর রহমান চয়ন, বল্লভদী ইউ‌পির সা‌বেক চেয়ারম‌্যান নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আ‌নোয়ার হো‌সেন, খোর‌শেদ খাঁন,আক্কাচ আলী আক্কাচ,

মোঃ ফ‌রিদ হো‌সেন, না‌য়েজ হো‌সেন, জা‌হিদ হোসেন, আব্দুর রহমান, দুলাল কাজী প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠ‌ে‌নের নেতৃবৃন্দ, জনপ্রতি‌নি‌ধি ও জামাল হো‌সেন মিয়ার কর্মী সমর্থ‌কেরা উপ‌স্থিত ছি‌লেন।

আওয়ামীলী‌গের তথ‌্য ও গ‌বেষণা বিষয়ক উপ ক‌মি‌টির সদস‌্য এবং বসুন্ধরা গ্রু‌পের নির্বাহী প‌রিচালক ও শেখ রা‌সেল ক্রীড়া চ‌ক্রের প‌রিচালক এ‌্যাডঃ জামাল হো‌সেন মিয়া ব‌লেন, অা‌মি নৌকার বিপ‌ক্ষে নয় অা‌মি লাবু চৌধুরীর ও তার সন্তাসী কর্মকা‌ন্ডের বিপ‌ক্ষে নির্বাচন ক‌রে এই এলাকার মানু‌ষের মু‌খে হা‌সি ফুটা‌নোর জন‌্য প্রার্থী হ‌য়ে‌ছি। অা‌মি আওয়ামীলীগের লোক আমি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছি। জন‌নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাজীবন আওয়ামী লীগ করে যাব।

তি‌নি অা‌রো ব‌লেন, আমি নগরকান্দা-সালথার জনগণের ইচ্ছায়ই রাজনীতি করি। তাদের ভালবাসা ও সমর্থন আমাকে এই পর্যন্ত এনেছে। আমি বরাবরই জনগণকে নিয়ে রাজনীতি করি এবং করতে চাই। জনগণের অকুণ্ঠ সমর্থনও আমার রাজনীতির একমাত্র শক্তি। জনগণ সেটা ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবে বলে আশা করি। ইনশাআল্লাহ আগামী ৫ ন‌ভেম্বর বিজয়ী হ‌য়ে আমরা ঘ‌রে ফি‌রে যাব।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন (ইসি) গত ২৬ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থীতা প্রত্যাহার ১৯ অক্টোবর। সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ০৫ নভেম্বর।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।