মুজাহিদ,সাতক্ষীরা ব্যুরো:
সাতক্ষীরায় ফিল্ম স্টাইলে হোটেল উত্তরা আবাসিকের ম্যানেজারকে পেটালেন আশাশুনি খাজরা ইউনিয়নের চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম। ইফতারের সময় নামাজের পূর্ব মুহুর্তে সাতক্ষীরা নিউমার্কেট সংলগ্ন সোনার গাঁ রেস্তোরার দ্বিতল ভবনের হোটেল উত্তরা আবাসিকে এ ঘটনা ঘটে।
শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদ-প্রার্থী। তার এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথিতে লুটিয়ে পড়েন রোজাদার ম্যানেজার সাজ্জাত হোসেন। কমান্ডস্টাইলে তার মারপিটে অসহায় ম্যানেজারের আত্মচিৎকারে পুরো সোনার গাঁ রেস্তোরা এলাকা লোকেলোকারণ্য হয়ে উঠে। পরবর্তীতে চেয়ারম্যানের সহযোগী খাইরুল, ইমরুলসহ তার পোষ্য সন্ত্রাসীবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে আরো বেপরোয়া হয়ে উঠে ডালিম। এরপর তিন থেকে চার জনে মিলে বেপরোয়া মারপিটে হোটেলের ফ্লোরে লুটিয়ে পড়েন ম্যানেজার সাজ্জাত। এক পর্যায়ে থানা থেকে ঘটনাস্থলে পুলিশ আসলে উত্তেজিত এলাকাবাসী ডালিমের উপর চড়াও হলে পরিস্থিতি বেগতিক দেখে ডালিম সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে হোটেলের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া অংশ বিশেষ ঘটনার ফুটেজ দেখে সাধারণ মানুষ ডালিকে বিষধগার করতে থাকেন।
আহত হোটেল ম্যানেজার সাজ্জাত হোসেন ও ঘটনার প্রত্যক্ষদর্শী হোটেল বয় আরিফুল ও মিজান জানান, ইফতারি ও নামাজের জন্য হোটেলের ফ্লোর পরিস্কার করে জাইনামাজ পেতে রাখা ছিলো। এমত অবস্থায় উনি জুতাপায়ে হোটেলের দ্বিতলায় আসেন। তখন ম্যানেজার সাজ্জাত হোসেন উনাকে ইফতারের জন্য ফ্লোর ও নামাজের জন্য পেতে রাখা জাইনামাজের পাটির এক সাইড দিয়ে যেতে অনুরোধ করেন। একথা বলতেই চেয়ারম্যান ডালিম উত্তেজিত হয়ে খা*নকির বাচ্চা বলে গালি দিয়ে কিল,ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে আমারা ঠেকাতে গেলে আরো উত্তেজিত হয়ে মারপিট করতে থাকে। এক পর্যায়ে হোটেলের নীচ তলা সোনারগাঁ রেস্তোঁরার সামনে থেকে তার পোষ্যবাহিনী ক্যাডার খাইরুল ও ইমদাদুলসহ কয়েকজন এসে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ও উত্তেজিত জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডালিমের উপর চড়াও হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে ওই স্থান থেকে ডালিম ছিটকে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত ম্যানেজার সাজ্জাতকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সোনারগাঁ রেস্তোঁরা ও উত্তরা আসাসিক হোটেলের মালিক ইসরাই খাঁ জানান, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম প্রায় প্রায় তার হোটেলে এসে খাওয়া দাওয়া করে ঠিক ঠাকমত বিল পরিশোধ করেন না। তার কাছে এখনো অনেক বকেয়া টাকা পাওয়া যাবে। টাকা চাইলেই তিনি ক্ষমতার দাপট দেখান। এই পবিত্র রমজান মাসে আমার রেস্তোঁরা ও আবাসিক হোটেলে এসে বিনা কারনে ম্যানেজার সাজ্জাতকে মারপিট করেছে। তার ভিডিও ফুটেজ দেখলেই বুঝতে পারবেন কি ভাবে ফিল্মস্টাইলে ডালিম আমার ম্যানেজারকে মারপিট করছে। সে একটা সন্ত্রাসী। তার বিরুদ্ধে আশাশুনি খাজরা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শরবত হত্যাসহ চাঁদাবাজি, দুদকে ত্রানের মালামাল ও অর্থ আত্মসাত মামলাসহ ১২ থেকে ১৫টি বিভিন্ন মামলা রয়েছে। সম্প্রতি সে আওয়ামী লীগ নেতা শরবত হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম জানান, আমি ওজুর জন্য ওই হোটেলে যাই। তারা বিছানা দিয়েছে ইফতারের জন্য। কিন্ত তা আমার জানাছিলো না। উপরে উঠতেই ম্যানেজার আমার উপর চড়া হয়। তার পর যা হবার তাই হয়েছে। ম্যানেজার যদি আমাকে চিনতো তা হলো এই ঘটনা ঘটতো না।