ফুলবাড়ী,কুড়িগ্রাম (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯ নভেম্বর বুধবার ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলায় সকল দপ্তর স্টল প্রদর্শন করে। মেলা উপলক্ষ্যে সকাল সাড়ে ৯ টায় মেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার আজমল আফসার। আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু। সভাটি সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা। এসময় সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সূধীজন উপস্থিত ছিলেন।
নবিউল ইসলাম ফুলবাড়ি,কুড়িগ্রাম
মোবাইলঃ ০১৭২৬৮২৫৭৮৬